বিদ্যমান সাধারণ টেলিফোন ও এডিএসএল গ্রাহকগণের Gpon এ মাইগ্রেশনের জন্য চার্জ প্রযোজ্য হবে না ।
ONT প্রদানের মাধ্যমে সংযোগ প্রদান করা হলে, ONT যদি কারিগরি ত্রুটিযুক্ত হয়, সেক্ষেত্রে বিটিসিএল কতৃক পরিবর্তন করা যাবে। যদি গ্রাহক কতৃক হারিয়ে যায় বা Damage হয়, সেক্ষেত্রে ২০০০/- টাকা ডিম্যান্ড নোটের মাধ্যমে জমা দিলে, বিটিসিএল কতৃক পরিবর্তন করা হবে।
GPONMonthly Tarrif সকল প্যাকেজে আনলিমিটেড ডাটা ট্রান্সফার এবং ইউটিউব, ফেসবুকে ৩০এমবিপিএস ক্যাশ স্পীড রয়েছ। |
||||
---|---|---|---|---|
Sl | Bandwidth Package | With Telephone (BDT) | Without Telephone (BDT) | |
1 | 5Mbps | 500 | 550 | |
2 | 10Mbps | 750 | 800 | |
3 | 15Mbps | 1000 | 1050 | |
4 | 20Mbps | 1,200 | 1250 | |
5 | 25Mbps | 1400 | 1450 | |
6 | 30Mbps | 1600 | 1650 | |
অপটিক্যাল ফাইবার দিয়ে ট্রিপল প্লে প্রযুক্তির GPON ব্যবহার করুন এবং কম খরচে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট উপভোগ করুন।
বিদ্যমান নেটওয়ার্ক এর বাইরে বর্তমানে এমওটিএন প্রকল্পের আওতায় নেটওয়ার্ক সম্প্রসারণ এর কাজ চলমান রয়েছে।
বর্তমানে নিম্নের এলাকায় নতুন নেটওয়ার্ক হতে সংযোগ প্রদান করা হচ্ছে।
নতুন নেটওয়ার্কের আওতায় সংযোগ পেতে MyBTCL এর মাধ্যমে আবেদন করুন।
এছাড়া পুরাতন নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ পেতে টেলিসেবা এর মাধ্যমে আবেদন করুন।
পুরাতন নেটওয়ার্ক মুরাদপুর, সুগন্ধা আ/এ, পাচঁলাইশ আ/এ, কাতালগন্জ আ/এ, ২ নং গেট, জিইসি, মেডিকেল কলেজ এলাকা, বহদ্দারহাট, চাঁন্দগাও, কালুরঘাট, সিএন্ডবি, কালুরঘাট শিল্প এলাকা, বায়েজীদ, অক্সিজেন, আন্দরকিল্লা, নন্দনকানন, কতোয়ালী, আগ্রাবাদ, সাগরিকা, ইপিজেড এবং আরো অনেক এলাকায় রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস