Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Old numbers of Agrabad exchange is being replaced by new for better service
Details

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ KT এক্সচেঞ্জের পুরাতন ৭ ডিজিটের টেলিফোন নম্বরসমুহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ শীঘ্রই শুরু করা হচ্ছে।

আগ্রাবাদ KT এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরসমুহ নিম্মোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে:-

এক্সচেঞ্জ

পুরাতন নম্বর

নতুন নম্বর

মন্তব্য

আগ্রাবাদ KT

 

০৩১-২৫১ XXXX

০৩১-২৫২ XXXX

০৩১-২৫৩ XXXX

০২-৩৩৩৩১ XXXX

০২-৩৩৩৩২ XXXX

০২-৩৩৩৩৩ XXXX

প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন ডিজিটের শেষ ডিজিটসমুহ মিল রেখে  নতুন নম্বর বরাদ্ধ প্রদান করা হচ্ছে।

 

 

গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমুহের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে www.btcl.gov.bdhttp://btcl.chittagong.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার “১৬৪০২” তে ফোন করতে পারবেন অথবা অফিস সময়ে ০২৩৩৩৩০০০০ নম্বরে ফোন করতে পারবেন।

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।

Attachments
Publish Date
15/11/2020