•পার্বত্য এলাকায় সব উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে।
•বর্তমানে ১২১২টি ইউনিয়নে অপ্টিক্যাল ফাইবার সংযোগ প্রদান করা হয়েছে।
•ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে IP based (Soft switch) আধুনিক এক্সচেঞ্জ চালু করা হয়েছে যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে বিটিসিএলের এক্সচেঞ্জ সমূহ উন্নয়নের লক্ষ্যে প্রায় ২১০০ কোটি টাকা ব্যয়ে Modernization Of Telecommunication Network (MOTN) প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
•বর্তমানে দেশের প্রায় সকল উপজেলা উচ্চ ক্ষমতার অপটিকেল ফাইবার ধারা জেলা পর্যায়ের সাথে যুক্ত।
•বর্তমানে .বাংলা ডোমেইন চালু করার মাধ্যমে ইন্টারনেট পরিমন্ডলে বাংলা ভাষার ওয়েবসাইটের এড্রেস দেওয়ার সুচনা হয়।
•বর্তমানে .bd, .বাংলা রেজিষ্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী অনলাইনে তাৎক্ষনিকভাবে সম্পন্ন করা যাচ্ছে।
•বর্তমানে সারাদেশে প্রায় ২১,৫০০ কি.মি. অপ্টিক্যাল ফাইবার অবকাঠামো আছে।
•বিটিসিএল এর মাধ্যমে দেশের যে কোন স্থানের সংগেই ভিডিও কনফারেন্স করা সম্ভব হচ্ছে।
•বর্তমানে ঢাকা-কুয়াকাটা উচ্চ ক্ষমতা সম্পন্ন লিংকের মাধ্যমে ২য় সাবমেরিন ক্যাবলের সংগে সংযোগ প্রদান করা হয়েছে।
•বর্তমানে দেশের সব জেলা, উপজেলা এবং কিছু ইউনিয়ন পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সেবা সর্বত্র একই মূল্যে দেওয়া হচ্ছে।
•ঢাকা-কক্সবাজার ব্যান্ড উইথ পরিবহন ক্ষমতা ছয়গুন বৃদ্বি করে ২৪০ জিবিপিএস করা হয়েছে।
•ঢাকা- চট্টগ্রামে অত্যাধুনিক প্রযুক্তির ট্রিপল প্লে সার্ভিস GPON (Gigabit Passive Optical Network) প্রদান শুরু করা হয়েছে। বর্তমানে GPON এর মাধ্যমে শুধু টেলিফোন ও ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে আমরা GPON এর মাধ্যমে ভিডিও সার্ভিস প্রদান করতে পারবো।